একটি মনের খোজে

একটি মনের খোজে

হাজারো মানুষের কাছে যাই ,

যে আমার মনে বসত করে তাকে না পাই,

বিষণ্ণ মনে ফিরে আসি

বুক ভরা আশা নিয়ে আবার খুজি।


মনের বাতায়ন খুলে

একদিন চেয়ে দেখি,

আকাংখিত মনের মানুষ

বসে আছে মনের বারান্দায়।

প্রশ্ন করি অবাক নয়নে ,

এতো দিন কোথায় ছিলে?


Related Posts
Previous
« Prev Post