ভালবাসা

ভালবাসা



হৃদয় সৃষ্টি হয়েছে ভালবাসার জন্য ,
ভালবাসা পেলে হৃদয় হয় ধন্য ।
ভালবাসার আদান প্রদান যদি না হয় ,
হৃদয়ের পুষ্প বনে তাহলে ফুল ফুটিবে নয় ।

ভালবাসার মাঝেই রয়েছে আনন্দ সুখ ,
ভালবাসা পেলে অন্তরে থাকে না দুঃখ।
পৃথিবীর সকল সুখ ভালবাসাকে ঘিরে,
ভালবাসা সঞ্চিত থাকে হৃদয়ের ছোট নীড়ে।

ছড়িয়ে দাও ভালবাসা সকলের মাঝে,
জীবনকে সাজিয়ে নাও নতুন সাজে।

Related Posts
Previous
« Prev Post